ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

ভগ্নিপতিকে হত্যার অভিযোগে শ্যালক গ্রেপ্তার

ভগ্নিপতিকে হত্যার অভিযোগে শ্যালক গ্রেপ্তার

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জাফর আহমেদ (৩৩) নামের বাক প্রতিবন্ধি পোশাককর্মীকে ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় শ্যালক শাওন আহমেদ স্বপনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। গতকাল শনিবার ভোরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের সরদার কান্দি গ্রামে এঘটনা ঘটে। নিহতের ভাবি দিপা আক্তার ও সখিপুর থানা সূত্রে জানাগেছে, জাফর আহমেদ ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সরদার কান্দি গ্রামের মৃত শাহ আলম সরদারের ছোট ছেলে। জাফর ও তার স্ত্রী ফাতেমা আক্তার বিয়ের পর থেকেই প্রায় ৮ বছর যাবত ঢাকার সাভার এলাকায় পোশাককর্মীর কাজ করতেন। গতকাল শুক্রবার স্বামী-স্ত্রী দুজনেই বাড়ি আসে। বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। কিছুদিন আগে জাফরের শ্যালক মাদকাসক্ত শাওন আহমেদ স্বপন ২৬ দিন বয়সী তার নিজের ঔরসজাত শিশুকে গলা টিপে হত্যা চেষ্টা করেছিল। এঘটনার পরে গত শুক্রবার রাতে শাওন আহমেদ স্বপনের বাড়ি একই জেলার গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের গরীবেরচর এলাকায় বোন ফাতেমা আক্তারের উপস্থিতিতে শালিস বৈঠক হয়। শালিস বৈঠক শেষে রাত ১১টার দিকে বোনের সঙ্গে ভগ্নিপতির বাড়িতে যায় শাওন আহমেদ স্বপন। রাতে শাওন আহমেদ স্বপন ভগ্নিপতি জাফরের সঙ্গে একই রুমে ঘুমায়। ভোর সাড়ে ৫টার দিকে শাওন তার ভগ্নিপতি জাফরের মাথায় ভাঙা শীল পাটার টুকরো দিয়ে আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ নিহতের পরিবারের। এঘটনায় জাফর ঘটনাস্থলেই যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না দতন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরিবারের লোকজন রুমে আসার আগেই শ্যালক শাওন আহমেদ স্বপন পালিয়ে গেলেও পরবর্তীতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। এ ব্যাপারে নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে শাওন আহমেদ স্বপনকে আসামি করে সখিপুর থানায় মামলা দায়েরের কথা জানিয়েছেন। সখিপুর থানার ওসি ওবায়েদুল হক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্ত ও মগজ মাখা পাথরের টুকরো জব্দ করেছি। অভিযুক্ত শাওন আহম্মেদ স্বপনকে আটকের পর আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা করার কথা স্বীকার করেছে। এঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত