রেলওয়ে যান্ত্রিক বিভাগের শ্রমিক ও কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদ গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদী শহরের লোকো গেট সংলগ্নে মানববন্ধন করেছে।
তারা গত ১৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের স্মারকলিপি প্রদান করা হয়।
আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল ফিটিং স্টাফদের ফিডার পদ পূর্তির তারিখ থেকে পদোন্নতি প্রদান না করা হলে ৩ মার্চ থেকে লাগাতার কর্মবিরতি চলবে।
পদবির নাম পরিবর্তন করতে হবে এবং ২০২০ সালের নিয়োগবিধি বাতিল করার আহ্বান জানান। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন- বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন, সাধারণ সম্পাদক ছবি মণ্ডল প্রমুখ।