সুন্দরবনকে রক্ষা এবং প্লাস্টিক বর্জনের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় রূপান্তরের আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলা বি আর ডি বি হলরুমে পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনকে রক্ষায় যুব ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা সাহিদা বানু সোনিয়ার সভাপতিত্বে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা যুব ফোরামের আহ্বায়ক জহিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ উপজেলা আহ্বায়ক সুবর্না আক্তার ও মঠবাড়িয়া উপজেলার আহ্বায়ক রাসেল মুন্সীসহ তিনটি উপজেলার যুব ফোরামের অর্ধ শতাধিক সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।