ফেনীতে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশীজনদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের ডা. সাজ্জাদ মিলনায়তনে পিস ফ্যাসিলিটের গ্রুপ (পিএফজি) ফেনী সদর উপজেলা শাখা এই সমাবেশের আয়োজন করেছে। সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক ফেনীর সময় মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম ও হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক।
প্রভাষক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় উক্ত সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক সৈয়দ নাসির উদ্দীন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঞা, ফেনী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, খেলাফত মজলিসের নেতা মাওলানা আজিজুল হক, সাংবাদিক সোলায়মান হাজারী ডালিম, শাহজালাল ভূঞা, আলী হায়দার মানিক, নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস মিতা, মনি ও এডাব ফেনী জেলা শাখার সদস্য সচিব জয়নাল আবেদীন রাসেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।