যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দেশপ্রেমিক সাংবাদিক সমাজ যশোরের আয়োজনে প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় তিনি বলেন, সাংবাদিকদের লেখার এবং বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল জিয়াউর রহমান। আমাদের দলের প্রতিষ্ঠাতা দেশে বহুদলীয় গণতন্ত্রে যেমন বিশ্বাস করতেন তেমনি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করতেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সব দলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশপাশি গণমাধ্যমকেও মুক্ত করের্ছিলেন। এমনকি ইলেকট্রনিক মিডিয়ার বিকাশও হয়েছে বিএনপির সময়ে। বিএনপি গণমাধ্যম বান্ধব একটি রাজনৈতিক দল। আমাদের দল বরাবই জনগনের পক্ষে ছিল, গণতন্ত্রের পক্ষে ছিল।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যুবদলের আহ্বায়ক আনছারুল হক রানা প্রমুখ।