ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ফুলপুরে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ফুলপুরে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের তিন দিন পর আবু রায়হান নেহাল (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি গ্রামের সোবহানের বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে তার পচাগলা দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে প্রেমঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

নিহত নেহাল ছিলেন ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং ছনধরা ইউনিয়নের হরিনাদী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। গত ১৩ জুন রাতে সে ভাইটকান্দি সখল্যা মোড় এলাকা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ১৫ জুন তার ভাই মামুন ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত সোমবার রাতে সখল্যা গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঢাকনা খুলে নেহালের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত রায়হানের সঙ্গে প্রতিবেশী শেখ ফরিদের মেয়ে, যিনি একই শ্রেণিতে পড়াশোনা করতেন, তার প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে চলতি বছরের ১৫ জানুয়ারি মেয়ের বাবা শেখ ফরিদ এবং মেয়ের ভাই সাগর মিলে রায়হানকে আটক করে মারধর করেন। সে সময় রায়হানকে হুমকি দেওয়া হয়েছিল যে, মেয়ের সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করলে তাকে জীবনের জন্য শেষ করে দেওয়া হবে।

রায়হান নিখোঁজ হওয়ার পর থেকেই ওই মেয়ের পরিবার ঘরে তালা ঝুলিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে।

এই বিষয়টি স্থানীয়দের মনে হত্যাকাণ্ডের পেছনে প্রেমঘটিত কারণ থাকার সন্দেহ আরও জোরালো করেছে। ফুলপুর থানার ওসি আব্দুল হাদী বলেন, ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি প্রেমঘটিত বলে মনে হচ্ছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এই বিষয়ে মামলা রুজুর কাজ চলছে। সন্দেহভাজনরা পলাতক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত