ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কাউখালীতে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি

কাউখালীতে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি

পিরোজপুর জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ কমিটিতে থাকা সব নেতাকে স্বাগত-শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে কাউখালী উপজেলা যুবদলের নেতারা। গতকাল উত্তর বাজার উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে সাবেক ছাত্রদল নেতা আলামিন রনি এবং মাওলাদ হোসেন মইনের নেতৃত্বে শত শত যুবদলের নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি নানান স্লোগানের মধ্য দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উত্তর বাজার ব্রিজের পদদেশে পথসভা মিলিত হয়। এ সময় সাবেক ছাত্রদল নেতা আলামিন শিকদার রনি ও মাওলাদ হোসেন মইন যোগ্য নেতৃত্বকে জেলার দায়িত্ব দেওয়ায় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নতুন কমিটির কাছে কাউখালী উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত