মুন্সীগঞ্জের টংগীবাড়িতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সমৃদ্ধি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা শেষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে গত শনিবার সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে হল রুমে বিভিন্ন ক্যাটাগরিতে রিকের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় রিকের সমৃদ্ধি কর্মসূচির সংবাদ প্রতিবেদন প্রকাশে বিশেষ অবদান রাখায় রিকের সংস্থার পক্ষ থেকে দৈনিক আলোকিত বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানাকে সম্মাননা স্মারকটি প্রদান করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ যুব উন্নয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম। রিক মুন্সীগঞ্জের সহকারী ম্যানেজার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রিকের মুন্সীগঞ্জ জোনাল ম্যানেজার মো. তৌহিদুজ্জামান, উত্তর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম শেখ, রিক বালিগাঁও শাখার ম্যানেজার মো. কামরুজ্জামান, উপজেলা সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমানের সঞ্চলনায় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।