বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রম জুলাই আগস্টে এসে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। প্রত্যেকটার পেছনে যে আন্দোলনের যে অন্তর্নিহিত শক্তি সেটি হচ্ছে গণতন্ত্রের তাদের যে শ্রদ্ধা, গণতন্ত্র অর্জনের প্রতি যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র প্রাপ্তির জন্য যে ইচ্ছা এবং এটিকে অর্জন করার জন্য যে তাদের অধম্য স্পৃহা- এই সময়ে আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, এই অন্তর্র্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে, অন্যায়ের বিচার করা, সংস্কার সাধন করা, জনগণের অধিকার দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়া। যা করতে গিয়ে ১০ মাস সময় চলে গেছে। গত শনিবার দুই দশক পর অনুষ্ঠিত মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন সিইসি নূরুল হুদা, হাবিবুল আউয়ালরা এখন কী বলছেন। গতকাল আদালতে দাড়িয়ে কথা বলেছেন। জ্ঞানপাপী বলে একটা কথা আছে- যে আমি সব জানি, বুঝতেছি কিন্তু প্রতিরোধের ব্যবস্থা করছেন না। চৌদ্দ, আঠারো এবং চব্বিশসহ সব নির্বাচন ব্ল-প্রিন্টেড করে নির্বাচন করা হয়েছে। জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
রাজনগর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক জামি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজনগর উপজেলা বিএনপি’র সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সম্মেলন ও কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল মুকিত।
সমাবেশ শেষে উপজেলার ইউনিয়ন কমিটির ও নির্বাচিত ৫৬৮টি ভোটারের মধ্য ভোটগ্রহণ শুরু হয়। ৪টি বুথে নির্ধারিত ভোটররা নিজেদের ভোট প্রয়োগ করছেন। সভপতি পদে সাবেক সভাপতি জিতু মিয়া ও ইংল্যান্ড প্রবাসী নূরুল ইসলাম সেলুন ও সম্পাদক পদে সাবেক সম্পাদক আব্বাস আলী, ফজলুল হক নিরু, এনামুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে কবির আহমদ, এমএ হকিম বক্স, যুগ্ন সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ও রাজিব, সাংগনিক সম্পাদক পদে আব্দুল কাইয়ূম বকুল ও রুপক দেব প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন নুরুল ইসলাম সেলুনকে (প্রাপ্ত ভোট ৩৭৯) সভাপতি ও আব্বাস আলীকে (প্রাপ্ত ভোট ৩০৯) সম্পাদক হিসেবে ঘোষণা করেন।