সোনাগাজীতে ফেনী জেলা কৃষক দলের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ গতকাল রোববার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকনের সঞ্চালনায়, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন নিজাম, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া প্রমুখ।