ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মঠবাড়িয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির

মঠবাড়িয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের উদ্যোগে মঠবাড়িয়া উপজেলায় কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগা ময়দানে উপজেলা জামায়াতের আমীর পিরোজপুর ৩নং আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক শরীফ আ. জলিলের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি ড. আব্দুল্লাহীল মাহমুদ, পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক জেলা আমীর মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আফজাল হোসাইন, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত