রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার খেজমতপুর গনিরহাট এলাকার জনগণের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি ইউটার্ন নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয়দের অভিযোগ, গনিরহাট বাজারের সামনে কোনো ইউটার্ন না থাকায় এলাকাবাসীকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। গনিরহাট এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ছাড়াও উপজেলার একমাত্র কাঁচামাল কচুর হাট থাকায় ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থীসহ সব শ্রেণির মানুষ।