নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। কর বৃদ্ধি না করেই বিভিন্ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ১৯৭৬৪ টাকা।
গতকাল রোববার পৌরসভার হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জুয়েল আহমেদ। বাজেট অনুষ্ঠানে আগামী অর্থবছরের সম্ভাব্য আয়ের পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাবও উপস্থাপন করা হয়। প্রশাসক জানান, জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে কর অপরিবর্তিত রেখেই উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।