দেবহাটা রিপোর্টার্স ক্লাবে ডা. শহিদুল আলমের মতবিনিময়ের মাধ্যমে ৩১ দফার প্রচারণা শুরু হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম গতকাল রোববার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা
চালিয়েছেন। দেবহাটা রিপোর্টার্স ক্লাবে সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে এই প্রচারণা শুরু করেন। এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএনপি নেতা এবাদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম, উপজেলা বিএনপি নেতা হামিদুল হক শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এ সময় ডা. শহিদুল আলম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এরপরে ডা. শহিদুল আলম দেবহাটা বাজার, সুশীলগাতী, টাউনশ্রীপুর বাজার, ঘলঘলিয়া ও ভাতশালা বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ৩১ দফার প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।