ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে সাহাবিদের নিয়ে কটূক্তির অভিযোগ

মৌলভীবাজারে সাহাবিদের নিয়ে কটূক্তির অভিযোগ

ফেসবুকে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) এবং সাহাবি হযরত মুয়াবি (রা.) কে নিয়ে কূরুচিপূর্ণ স্ট্যাটাসের অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। গত শনিবার রাতে মৌলভীবাজার শহরের ক্লাব রোডের তার বাসা থেকে আটক করে পুলিশ। পুলিশ বলছে, নবীজীর সাহাবীদের নিয়ে ওই নারী আইনজীবী তার নিজের ফেসবুক আইডিতে ‘কটূক্তিমূলক’ পোস্ট দেন। তাকে এই স্ট্যাটাসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায়, ওই আইনজীবীর পোস্ট নিয়ে গত শনিবার আপত্তি তুলেন স্থানীয় কিছু লোকজন। এই পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ করা হয়। অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেপ্তারেরও দাবি উঠে। তাকে পুলিশ আটক করে নিয়ে আসার পর মৌলভীবাজার মডেল থানার সামনে জড়ো হন অনেক লোকজন। এ বিষয়ে মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ফেসবুকে নবীর সাহাবিদের নিয়ে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক নারী আইনজীবিকে আটক করে পুলিশি হেফাজতে আনা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত