চাঁদপুর প্রেসক্লাবে অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার প্রেসক্লাবের ৩য় তলার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম বেপারী ওরফে রহিম বাদশার সভাপতিত্বে ও অবৈধ সাধারণ সম্পাদক আব্দুর কাদের পলাশের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল।
সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্য ও জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনের নিহতসহ প্রেসক্লাবের অসুস্থ’ সাংবাদিকদের জন্য দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া।
সভায় বিগত বার্ষিক সাধারণ সভার রেজুলেশন ও বর্তমান কমিটির অর্ধ-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে আব্দুর রহিম বেপারী ওরফে রহিম বাদশার ও অবৈধ সাধারণ সম্পাদক আব্দুর কাদের পলাশ। এছাড়া জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ নিরসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ নিরসনে আপনাদের লিখনির মাধ্যমে নিরসন হবে। যুব সমাজ কিংবা যারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত, তাদের অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভা করতে পারেন। এতে পত্রিকার পাওয়া যাবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, অ্যাড. ইকবাল বিন বাশার, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, গিয়াসউদ্দিন, শাহাদাত হোসেন শান্ত ও সাবেক সাধারণ-সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, মোরশেদ আলম, আবদুল আউয়াল রুবেল প্রমুখ।