ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

বরবটি চাষে ঝুঁকছেন কৃষক

বরবটি চাষে ঝুঁকছেন কৃষক

চলতি মৌসুমে বরবটি চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন লালমনিরহাটের কৃষকরা। শ্রমিক ও পরিবারের লোকজন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা প্রখর রোদ্রের তাপ উপেক্ষা করে জমিতে বরবটি পরিচর্যা করছেন। কৃষকদের এক ধরনের উৎসবের আমেজ দেখা গেছে। সরেজমিন দেখা গেছে, লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকরা বরবটি চাষে ব্যস্ত সময় পার করছেন।

আদিতমারী উপজেলার কিনাগাড়ি গ্রামের মফিজ উদ্দিন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষিজমিতে বরবটি পরিচর্যা করে ব্যস্ত সময় কাটাচ্ছি। তিনি আরও জানান, বরবটি সাধারণত খরিফ মৌসুমে ভালো হয়। কিন্তু দিবস নিরপেক্ষ জাত বছরের যে কোনো সময়ে চাষ করা যায় এবং এই সবজির বছরজুড়ে চাহিদা থাকে। এটি চাষ করলে মাটির উর্বরতাও বাড়ে। খরিফ মৌসুমের (মার্চ-সেপ্টেম্বর) চাষটা একটু আগে করলে বাজারে ভালো দাম পাওয়া যায়। খরিফ ও প্রাক খরিফে চাষ করার জন্য পুসা ফাল্গুনী, পুসা দোফসলি, পুসা বর্ষাতি, অর্ক গরিমা ভালো জাত। প্রায় সব ধরনের মাটিতে বরবটি চাষ হলেও দোঁয়াশ মাটিই ভালো।

মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের বরবটি চাষি আঞ্জু, আব্দুর রহমান ও আমিনুল ইসলাম বলেন, বরবটির চারা রোপণ করেছি, এখন পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছি। বরবটি বাজারজাতযোগ্য হয়েছে।

সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, হাট-বাজারের চাহিদা বিবেচনা করে চাষিরা আগাম জাতের বরবটি চাষাবাদ করেন। এবার আবহাওয়া ও বাজার দুটোই ভালো থাকায় বরবটি চাষে লাভবান হবেন চাষিরা। সেইসঙ্গে আমরা চাষিদের পরামর্শ দিচ্ছি বলেও জানান কৃষি বিভাগের ওই কর্মকর্তা।

বরবটি চাষ,কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত