ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এক মাস ধরে যুবক নিখোঁজ

এক মাস ধরে যুবক নিখোঁজ

সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার শ্বশুরবাড়ি থেকে যুবক সানিউর রহমান সানি (৩৩) প্রায় ১ মাস ধরে নিখোঁজ হলেও এখনো উদ্ধার হয়নি। তিনি এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আবু রায়হান সরকারের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত সানি বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করতো এবং প্রায় ৯ বছর আগে প্রেমের সম্পর্কে ওই মহল্লার সুরুজ্জামানের মেয়ে রুপাকে বিয়ে করে।

এ বিয়ের পর থেকে স্ত্রী নিয়ে প্রথমে ঢাকা থাকতেন এবং গত ২ বছর ধরে শ্বশুরের বাসায় বসবাস করে আসছিল। তাদের ঘরে কোন সন্তান নেই। গত বছরের ১৪ ডিসেম্বর শশুরের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে পরদিন নিখোঁজের স্ত্রী সাদিয়া আফরোজ রুপা বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেন। সিরাজগঞ্জ সদর থানার জিডি নং ৯৬৮। এদিকে সানির বাবা জানান, সানি বাড়িতে তেমন যাতায়াত করতো না। পুত্রবধূ রুপার সঙ্গে প্রায়ই বাকবিতন্ডার খবর পেতাম।

রুপা উচ্চ বিলাসী ও গরম মেজাজের হওয়ায় ছেলে দীর্ঘদিন ধরে অশান্তিতে ছিল। হঠাৎ করে জানতে পারি সানির খোঁজ মিলছে না। রুপা আমাকে না জানিয়ে নিখোঁজ বিষয়ে জিডি করেছে। এ জিডির পর আমাদের জানানো হয়েছে। এদিকে প্রায় ১ মাস ধরে ছেলের শোকে মা শাহানা খাতুন এখন প্রায় পাগল হয়ে পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত