ঢাকা ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বইয়ের মোড়ক উন্মোচন

বইয়ের মোড়ক উন্মোচন

মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টার (সাংবাদিক) সংগঠনের কার্যালয়ে গতকাল ‘প্রেম সাহিত্যের আত্মা-ভূমির আত্মার নকশা’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। বইটির লেখক মো. মুজিবর রহমানের এই রচনা একটি গভীর ও চমৎকার প্রবন্ধমালা, যেখানে প্রেমের গভীরতা এবং ভূমির প্রতি মানুষের মমতার পরিচিতি উঠে এসেছে চমৎকারভাবে। এ সময়ে অতিথিরা বলেন, এই বইটি শুধু একটি সাহিত্য কর্ম নয়, এটি মানুষের হৃদয়ে প্রোথিত প্রাকৃতিক সৌন্দর্য এবং ভালবাসার এক নিখুঁত প্রতিচ্ছবি। লেখক তার গভীর চিন্তা ও গবেষণার মাধ্যমে প্রতিটি শব্দে প্রেম ও ভূমির সম্পর্ককে নতুন এক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন। বইটির প্রতিটি পৃষ্ঠা হৃদয়ের গভীরে প্রশান্তির বাতাসের মতো লাগে। বইটি যা তুলে ধরবে পাঠকদের জন্য প্রেম সাহিত্যের অন্তর্নিহিত সৌন্দর্য প্রেমের আবেগকে সাহিত্যিক ভাষায় তুলে ধরা হয়েছে যেখান থেকে পাঠক গভীর উপলব্ধি করবেন। লেখক মো. মুজিবর রহমান তার কাজের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেন, সাহিত্য শুধু খোলাসা করে জীবনের গল্প নয়, এটি এক ধরনের দর্শন, যেখানে প্রেমের আলোকে মানুষ এবং ভূমি একইসূত্রে আবদ্ধ। মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টার (সাংবাদিক) সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈত্রী মিডিয়ার উপদেষ্টা সেলিম ফরাজী, সাংবাদিক ও লেখক সুবল বিশ্বাস, মৈত্রী মিডিয়া সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, সাংবাদিক ও লেখক রিপন চন্দ্র মল্লিক প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত