জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আমির অ্যাড. আব্দুল লতিফ (৭৪) মারা গেছে। গতকাল শনিবার সকালে পৌর এলাকার আমবাগান মহল্লায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি——-রাজিউন)। সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়ে, ১ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর মরহুমের জানাযা শেষে পৌর রহমতগঞ্জ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক আব্দুল মতিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. ছাইদুল ইসলাম খান ও সেক্রেটারি সোলায়মান হোসেনসহ জামায়াত নেতারা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।