ঢাকা ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

কটিয়াদী নজরুল একাডেমির কমিটি গঠন

কটিয়াদী নজরুল একাডেমির কমিটি গঠন

কিশোরগঞ্জের কটিয়াদী নজরুল একাডেমির ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মো. শাহ জাহান সভাপতি ও আব্দুর রউফ খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি বদরুজ্জামান বাচ্চু, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ও অর্থ সম্পাদক কবি বেলাল আহমেদ। গতকাল কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কটিয়াদী নজরুল একাডেমির সভাপতি মো. শাহ জাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জজ (নারী ও শিশু ট্রাইব্যুনাল -৫) ঢাকা মুহাম্মদ সামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ও কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত