ঢাকা ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পাচারের সময় নারী আটক

পাচারের সময় নারী আটক

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় স্বর্ণা ঠিকাদার নামের এক নারীকে আটক করেছে বিজিবি। গতকাল ভোর পাঁচটার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী স্বর্ণা ঠিকাদার জানান, গত শুক্রবার বিকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানা থানার সাপনি গ্রামের নির্মল ঠিকাদারের মেয়ে স্বর্ণা ঠিকাদারকে মোটা অংকের বেতনের চাকরি দেয়ার লোভ দেখিয়ে ৪/৫ জন পাচারকারী তাকে ঠাকুরপুর সীমান্তবর্তী গ্রামে নিয়ে আসে। এরপর গতকাল ভোরে সীমান্তের ৮৯ নম্বর মেইনপ্লারের কাজ দিয়ে ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গাস্থ ৬ ব্যাটালিয়ানের ঠাকুরপূর বিজেপি ক্যাম্পের হাবিলদার এনামুল হক সঙ্গীয়সহ স্বর্ণা ঠিকাদারকে আটক করে।

এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। বিজিবি, দুপুরে স্বর্ণাকে দর্শনা থানায় হস্তান্ত করেন। এরপর ভুক্তভোগী স্বর্ণা ঠিকাদার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে দর্শন থানায় একটি মামলা করেন। দর্শনা থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার জানান, ভুক্তভোগীকে যশোরস্থ জাস্টিস এনকেয়ার সংস্থার কাছে হস্তান্ত করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত