
ফেনীর সোনাগাজীতে গতকাল কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চরচান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ করা হয়।
ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় কৃষক সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রবিউল হাসান পলাশ, সহসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জসিম, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন প্রমুখ।