মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাত দিন ধরে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গত শনিবার থানায় অপহরণ মামলা করেছে পরিবার। জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। নিখোঁজ রোমান শেখ (১৬) উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে এবং জেলার শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রোমান শেখ এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তার বাবা মিরাজ শেখ কাঠমিস্ত্রি। অভাবের সংসারে সহায়তার জন্য ছেলেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন। স্কুলে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত রোমান। পরিবার সূত্র জানায়, গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়। বাড়ি ফিরে বেলা ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এর পর থেকে সে নিখোঁজ।
সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। রোমানের বোন মিতু শেখ বলেন, রোমান স্কুল থেকে ফিরে দুপুরে অটো নিয়ে বের হওয়ার পর আর ফেরেনি। তাকে না পেয়ে মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন- অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে অটো চালাত রোমান। সে খুব শান্ত স্বভাবের ছিল। পরিবারের অবস্থা এতটাই খারাপ সান্তনা দেয়ার মতোও পরিস্থিতি নেই। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইউল ইসলাম বলেন, মামলা হয়েছে এবং আমরা তদন্ত করছি। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয়।