ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ষড়যন্ত্রমূলক মামলা থেকে নাম প্রত্যাহার দাবি

ষড়যন্ত্রমূলক মামলা থেকে নাম প্রত্যাহার দাবি

ষড়যন্ত্র, কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যা আখ্যায়িত করে হত্যা মামলা থেকে ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নাজিম উদ্দিন ও স্বপনের নাম প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির নেতা কামাল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম লিটন, বিএনপির নেতা সাইফুল ইসলাম রাসেল, সাইফুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে বলা হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনার পিএস জাহাঙ্গীর আলমের ষড়যন্ত্র, কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যা হত্যা মামলা থেকে কেই রেহাই পাইনি। গোপালপুর ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি নাজিম উদ্দিন ও স্বপন অনেককেই মিথ্যা হত্যা মামলার আসামি করা হয়েছে। তাই অতিবিলম্বে এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ নাজিমকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত