আমদানিকৃত তাজা ফলের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া ফল ব্যবসায়ী সমিতি।
বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য দ্রব্য পৃথিবীর কোন দেশে বিলাস বহুল পণ্য হিসেবে মূল্যায়ন করা হয় না। অথচ জাতীয় রাজস্ব বোর্ড তাজা ফলকে বিলাস বহুল পণ্য হিসেবে মূল্যায়ন করে শুল্ক আরোপ করেছে। যা ফল আমদানিকারক, ফল ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে বিরূপ প্রভাব ফেলেছে। দেশের ফলের চাহিদা ৩৫ থেকে ৪০ শতাংশ দেশে উৎপাদিত হয়। বাকি চাহিদা পূরণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাজা ফল আমদানি করতে হয়। এই সময় উপস্থিত ছিলেন- ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার, আমদানিকারক মুনসুর আলম, ফল ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্য নাহিদুল ইসলাম নাহিদসহ জেলার সর্বস্তরের ফল ব্যবসায়ীরা।