সিরাজগঞ্জে দাওয়াত খাওয়ার ভাগ্য হলো না মামা শ্বশুরের বাড়িতে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্বামী-স্ত্রী ও বোনের। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী ওভারব্রীজের সন্নিকটে তারা নিহত হন। তারা হলেন- ওই উপজেলার পূর্ব বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী সমনা খাতুন (৩৮) ও বোন লাকী খাতুন (২৭)। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রীস প্রবাসী শফিকুল ইসলাম প্রায় ১ বছর আগে দেশে ফেরেন এবং প্রায় ৯ মাস আগে সুমনাকে বিয়ে করেন। গত শুক্রবার সন্ধ্যা রাতে পরিবারের সবাইকে নিয়ে অটোভ্যানযোগে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামে মামাশ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন শফিকুল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে রাজশাহীগামী অজ্ঞাত যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ভ্যানচালকসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং সেখানে রাতেই ওই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হওয়ায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে এবং নিহতের পরিবারের বাড়িতে এখনো শোকের মাতম চলছে বলে জানা গেছে।