দিনাজপুরের কাহারোল-বীরগঞ্জ রোডের ব্রিজের পূর্ব উত্তর মাথায় আব্দুল মোড়ল মার্কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাহারোল উপজেলা ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে গত শুক্রবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে কাহারোল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তছনছ করে দিয়েছে। এতে করে কাহারোল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের আসবাবপত্রসহ কার্যালয়ের সাইন বোর্ডেও আগুন লাগিয়ে দেয়। জানা গেছে যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। এ বিষয়ে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ অভিযুক্তদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। এদিকে কাহারোল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন লাগানো ঘটনায় দিনাজপুর জেলা বিএনপির শীর্ষ নেতারা গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন। তারা হলেন- দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, বজলুর রশিদ কালু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমুখ। এ সময় কাহারোল উপজেলা বিএনপির সব পযার্য়ের নেতারা উপস্থিত ছিলেন।