হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইছালিয়া ছড়ার তিনটি পয়েন্টে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার এ কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। অভিযানে ইছালিয়া ছড়ার ইজারাকৃত স্থান বহির্ভূত অংশ হতে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি মেশিন জব্দ করা হয়। সেই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত আরো ১০টি মেশিন ও আনুমানিক ১ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। মোবাইল কোর্টে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বলেন- জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। পরিবেশ রক্ষায় এ অভিযানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন- অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।