রংপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা গত শনিবার নগরীর রাধাবল্ভবস্থ সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ২০২৩ এবং ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভায় সমিতির সাধারণ সম্পাদক শিল্পপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। এর আগে সমিতির প্রাক্তন সভাপতি রংপুর জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমান, আজীবন সদস্য প্রফেসর ডা: ইয়াসমিন আরা হক চন্দনা, প্রবীণ আইনজীবী দীপক কুমার সাহা এবং সমিতির আজীবন সদস্য সফিকুল ইসলাম সন্টুর মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন ১ মিনিট নিরবতা পালনসহ বিশেষ মোনাজাত করা হয় সমিতির সার্বিক কার্যক্রম বিষয়ে আলোচনায় অংশ নেন, আজীবন সদস্য প্রফেসর নুরুন নবী চৌধুরী নির্বাহী সদস্য প্রফেসর ডা. আব্দুর রউফ, নির্বাহী সদস্য সাহিদা পারভীন তৃসা, আজীবন সদস্য পার্থবোস, আজীবন সদস্য প্রফেসর ডা: লাইক আহমেদ খান, আজীবন সদস্য ডা. সমর্পীতা বোস তানিয়া, আজীবন সদস্য মোছাদ্দেকুর রহমান প্রমুখ।