ফেনী-নোয়াখালী মহাসড়ক ফোর লেন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ১২ জন ভূমি মালিকদের মাঝে মোট ১৪ লাখ ৪ হাজার টাকার এলএ (ক্ষতিপূরণ) চেক বিতরণ করেছে ফেনী জেলা প্রশাসন। গতকাল উপজেলা পরিষদ বিজয় চত্বরে চেক বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনী-নোয়াখালী ফোর লেন মহাসড়ক প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের ১২ জনের মাঝে ১৪ লাখ ৪ হাজার টাকার এলএ (ক্ষতিপূরণ) চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ, উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো: আলাউদ্দিন, দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: কামরুজ্জামান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা প্রমুখ।