ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল ও কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর পাটগুদাম এলাকায় গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম জানান, আসিফ হোসেন ডন ছাত্র আন্দোলনের রেদোয়ান আহমেদ সাগর হত্যা মামলার আসামি এছাড়া বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলার আসামি। গত ২৫ অক্টোবর একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।