ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

আইনজীবী সমিতির শপথ

আইনজীবী সমিতির শপথ

ভোলা জেলা আইনজীবী সমিতির সবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সজেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী অ্যাড. মোজাম্মেল হকের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে মিজানুর রহমান ভুইয়া। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদুর রহমান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেত, সহ-সভাপতি মো. ইউসুফ-(১), ফিরোজ কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তোয়াহা, এসএম মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান-(২) ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান খান ও শাহ আহসান উল্যাহ সুমন, সদস্য মাহবুব আলম মাহাবুব প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত