গত রোববার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে ঢাকা মহাখালীর টিবি এনটিপি স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার পি এম ডা. মো. জাহাঙ্গীর কবির। তাকে ফুলের শুভেচ্ছা জানান বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, জিন এক্সপার্ট রুম, ডটস্ কর্নার, টিবি অ্যান্ড লেপ্রেসি বিভাগ, ডেলিভারি ওয়ার্ড, মহিলা আন্তঃবিভাগ, এক্স-রে বিভাগসহ ল্যাব রেজিস্টার এবং টিবির সব প্রকার রেজিস্টার চেক করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। সেই সঙ্গে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী দিক নিদের্শনা প্রদান করেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার দক্ষ ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন-কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মোস্তাফিজুর রহমান, রংপুর ডিভিশনের ডিভিশনাল টিবি-এক্সপার্ট ডা. রানা চৌধুরী, দিনাজপুর সিভিল সার্জন অফিসের ডি এসএম ও ডা. মাহমুদ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সৈয়দ সাব্বির-উল-ইসলাম, ডা. অমৃত সরকার, ডা. মো. মনিরুজ্জামান, নার্সিং সুপারভাইজার, সিনিয়র ষ্টাফ নার্স/মিডওয়াইফ, ক্যাশিয়ার আব্দুল মওলা, স্যানেটারি ইন্সপেক্টর ফরিদণ্ডবিন ইসলাম প্রমুখ।