ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

গত রোববার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে ঢাকা মহাখালীর টিবি এনটিপি স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার পি এম ডা. মো. জাহাঙ্গীর কবির। তাকে ফুলের শুভেচ্ছা জানান বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, জিন এক্সপার্ট রুম, ডটস্ কর্নার, টিবি অ্যান্ড লেপ্রেসি বিভাগ, ডেলিভারি ওয়ার্ড, মহিলা আন্তঃবিভাগ, এক্স-রে বিভাগসহ ল্যাব রেজিস্টার এবং টিবির সব প্রকার রেজিস্টার চেক করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। সেই সঙ্গে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী দিক নিদের্শনা প্রদান করেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার দক্ষ ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন-কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মোস্তাফিজুর রহমান, রংপুর ডিভিশনের ডিভিশনাল টিবি-এক্সপার্ট ডা. রানা চৌধুরী, দিনাজপুর সিভিল সার্জন অফিসের ডি এসএম ও ডা. মাহমুদ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সৈয়দ সাব্বির-উল-ইসলাম, ডা. অমৃত সরকার, ডা. মো. মনিরুজ্জামান, নার্সিং সুপারভাইজার, সিনিয়র ষ্টাফ নার্স/মিডওয়াইফ, ক্যাশিয়ার আব্দুল মওলা, স্যানেটারি ইন্সপেক্টর ফরিদণ্ডবিন ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত