ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সরকারি গুদামে এক কেজি ধানও ওঠেনি

সরকারি গুদামে এক কেজি ধানও ওঠেনি

বাজারে ধানের দাম বেশি হওয়ায় ধান কিনতে পারেনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা খাদ্য অফিস। চলতি আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহে ভাটা পড়েছে। লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার খোঁজ নিয়ে জানা যায়, সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়ে খোলা বাজারে ধান ও চালের দাম বেশি। এ কারণে কৃষকরা ডিলারদের কাছে বিক্রি না করায় সরকারি গুদামে ধান-চাল সংগ্রহে ভাটা পড়েছে। এবার আমন মৌসুমে তাড়াইল উপজেলা খাদ্য গুদাম ধান-চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উপজেলা খাদ্য গুদামসূত্রে জানা যায়, গত ১৭ নভেম্ববর চলতি আমন মৌসুমের কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য উপদেষ্টা, যা শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকদের থেকে ৫৩৮ মেট্রিক টন ধান লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ কার্যক্রমে কৃষক ও মিলারদের সাড়া মেলেনি মোটেও। উদ্বোধনের পর গুদামে মিলারদের দেয়া চাল কিছুটা এলেও গত আড়াই মাসে গুদামে ধান সংগ্রহ হয়নি এক দানাও বলে জানান উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা নূর আলম শেখ। খাদ্যগুদামে উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকদের নিকট থেকে সরাসরি প্রতিমণ ধান এক হাজার ৩২০ টাকা দরে ক্রয় করা হচ্ছে। অন্যদিকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮৩ মেট্রিক টন। এ পর্যন্ত মিলারদের থেকে চাল সংগ্রহ হয়েছে মাত্র ৯০ মেট্রিক টন। উপজেলার বিভিন্ন হাটবাজারে বর্তমানে চিকন ধান এক হাজার পাঁচশ টাকা মণ বিক্রি হচ্ছে। এছাড়া মোটা জাতের ধান বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৪৫০ টাকায়। উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান, স্থানীয় বাজারে যে দামে ধান বিক্রি হচ্ছে, গুদামে সে দাম দেয়া হচ্ছে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত