রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ক্যান্সার দিবস, ২০২৫ উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজের ১নং গ্যালারিতে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. শরিফুল ইসলাম। বিকন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. শরিফুল ইসলাম বলেন, ক্যান্সার একটি প্রাণঘাতী ব্যাধি। ধূমপান, জর্দার মতো অস্বাস্থ্যকর বিষয়ে অসচেতনতা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এ জন্য এ সব খাবার পরিহার করতে হবে। ক্যান্সার প্রতিরোধে শৃঙ্খল জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, উপাধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন, রেডিওথেরাপি বিভাগের প্রধান ডা. জাহান আফরোজ খানুম, রেডিওথেরাপি বিভাগের এমডি ডা. খন্দকার আরিফ হাসনাত ও রেডিওথেরাপিস্ট ডা. শফিকুল ইসলাম রিপন।