ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

চুয়েটে সেমিনার

চুয়েটে সেমিনার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, গবেষণা প্রস্তাবনা যে কোনো গবেষণার জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করে। গবেষণা প্রস্তাবনার ওপর ভিত্তি করেই একজন গবেষক সামগ্রিক গবেষণাকর্ম পরিচালনা করে থাকেন। সঠিক কাঠামো অনুসরণ করা গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত জরুরি। গবেষণায় প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করলে গবেষণার কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা অধিক বৃদ্ধি পায়। বিজ্ঞানসম্মত কিছু অনুশীলন আছে সেগুলো চর্চা করতে হবে। চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘প্রপোজাল রাইটিং ফর হিট প্রজেক্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গতকাল মঙ্গলবার চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সেমিনারের রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের পরিচালক ও চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত