নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে হেফাজতের মামলায় সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মামুন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সাদিপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। মামুন ভূঁইয়া সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের ইদ্রিস ভূঁইয়ার ছেলে।
সোনারগাঁও থানার ওসি এমএ বারি জানান, ২০২১ সালে বাংলাদেশ হেফাজত ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে রয়েল রিসোর্টে স্ত্রীসহ অবকাশ যাপনকালে ষড়যন্ত্রমূলক হেনস্তা ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার মামলায় মামুনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ পূর্বক ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।