কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলু বলেছেন গণতন্ত্রের জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরেয়ে দিন, অনির্বাচিত সরকার দেশের উন্নয়ন করতে পারে না। তিনি আরো বলেন দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, আইনের শাসন মাধ্যমে অপরাধীদের যেই দলের হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক। ডেভিল হ্যান্ট নামক অপারেশন দেশে শান্তি ফিরে আসবে কি। মাঝে মাঝে ডেবিল হ্যান্ট নামক অপারেশন প্রয়োজন আছে। গত রোববার বিকালে বেগমগঞ্জ উপজেলা জিরতলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ সব কথা বলেন। স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ারম্যান সামছুল আলম লাভলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ দাস, সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান উল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, স্কুলের প্রধান শিক্ষিকা সালমা আক্তার প্রমুখ।