ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গ্রাম আদালতবিষয়ক মতবিনিময়

গ্রাম আদালতবিষয়ক মতবিনিময়

দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে গত রোববার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর রেবেকা সুলতানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদের সচিব খালিদ হাসান খাঁন, সাবেক শিক্ষক সমাজসেবক আফছার আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর কবির পল্টু, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য কামাল হোসেন, ইউপি সদস্য জাহানারা বেগম, ইউপি সদস্য আবুল খায়ের, ইউপি সদস্য আব্দুল জলিল গাজী, সমাজসেবক গনেশ মূখার্জী, হেনা পারভিন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত