ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে সাংবাদিককে মারধর

রাজবাড়ীতে সাংবাদিককে মারধর

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালু মহালের টেন্ডার জমা দেয়ার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে ইমরান হোসেন মনিম হামলার শিকার হয়েছেন। তিনি মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসাবে রয়েছেন। গতকাল সোমবার প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে। আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে কালুখালী উপজেলার পাতুরিয়া বালু মহালের টেন্ডার ড্রপিং চলছিল। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। আমি ঘটনাটি ভিডিও করতে গেলে ২০-২৫ জনের একটি দল হঠাৎ আমার ওপর হামলা চালায়। তারা আমাকে মারধর করে ও কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় আমাকে ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস মোটরসাইকেলে করে দ্রুত হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করেন। ঘটনাস্থলে থাকা ঢাকা পোস্টের প্রতিনিধি মীর সামছুজ্জামান সৌরভ বলেন, হাতাহাতির ভিডিও ধারণ করায় কয়েকজন এসে আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ভিডিওগুলো ডিলেট করে দেয়। এ ঘটনায় রাজবাড়ীর সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবির সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত