ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

তিন অবৈধ ইটভাটা বন্ধ

তিন অবৈধ ইটভাটা বন্ধ

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধ উপায়ে পরিচালনার দায়ে ইটভাটাগুলো থেকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে হিজলবাড়ীয়া গ্রামের ফোর স্টার বি ইটভাটায় ১০ হাজার টাকা, বলাকা ইটভাটায় ২০ হাজার টাকা এবং এইচএসবিসি ইটভাটা থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় এ তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের পানির গাড়ি থেকে পানি দিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়। একইসঙ্গে ধ্বংস করে দেয়া হয়েছে ইট পোড়ানোর চুল্লি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত