ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ৭৭টি পদ শূন্য রয়েছে। শিক্ষক স্বল্পতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম।
জানা যায়, ফুলপুর উপজেলায় মোট সরকারি প্রথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১৯টি। এর মধ্যে ২৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ৭৭টি পদ শূন্য। শিক্ষক স্বল্পতার কারণে এ সব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত থাকায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ফুলপুর উপজেলায় প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়গুলো হচ্ছে- রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাশাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়-১, বড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়-২, বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়-১, রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়-২, লাউয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লাউয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দনারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরআশাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাশাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগ্নœাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া ৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ নিয়ে মামলা চলমান আছে। ফুলপুর উপজেলার বড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার জানান, প্রধান শিক্ষকসহ দুইটি পদ শূন্য রয়েছে। শিক্ষক স্বল্পতার কারণে দুই শিফটে ৫/৬টি ক্লাস নিতে গিয়ে অনেক সমস্যা হয়। বিদ্যালয়ের কাজে যখন উপজেলা শিক্ষা অফিসে যেতে হয় তখন সংকট তীব্রতর হয়। একই উপজেলার এম মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝড়া ঘোষ জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ দুটি অনেক দিন যাবৎ শূন্য থাকায় ৩ জন নারী শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি।
একজন ছুটিতে বা অফিসের কাজে উপজেলায় গেলে বাকি ২ জন শিক্ষক দিয়ে ক্লাস নিতে সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমের স্বার্থে জরুরি ভিত্তিতে শূন্য পদ পূরণ করা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। ফুলপুর উপজেলা শিক্ষা অফিসার শাহ নেওয়াজ বেগম জানান, পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করা হয়ে থাকে। স্থানীয়ভাবে পূরণের কোনো সুযোগ নেই। কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত আছেন।