মানবিকতার শীতল স্পর্শ ছড়িয়ে দিতে প্রোগ্রাম ফর ইকো স্যোসাল ডেভেলপমেন্ট (পেসড)-এর উদ্যোগে গতকাল মঙ্গলবার বগুড়া শহরের কাটনারপাড়াস্থ সংস্থা কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সভাপতি আল রাজিনা হাবিব রুশনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। পেসডের নির্বাহী পরিচালক রোমমানা খাতুন রুমা স্বাগত বক্তব্য রাখেন। সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলাম নিরবের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা মর্জিনা বেগম, লাইট হাউজের উপ-পরিচালক ফারুক হোসেন, উষার নির্বাহী পরিচালক এম ফজলুল হক বাবলু, সংস্থার সহ-সভাপতি বেদেনা বেগম রেবা, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আজাহার আলীসহ প্রমুখ। চারজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার এবং ২৫ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।