ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

অটোরিকশা চালক খুন

অটোরিকশা চালক খুন

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে। নিহত ফালান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চাইরবাড়ীয়া গ্রামের মফিক উদ্দিনের ছেলে। গতকাল সকালে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে বনের ভেতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। গত ৯ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে ফালান তার অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। নিহত ফালান মাওনা চৌরাস্তায় মক্কা মদিনা এলাকায় ভাড়া থাকতেন। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত