ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২৯

আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২৯

সিরাজগঞ্জ পৌর এলাকার ভোকেশনাল রোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রভাবশালী দুইগ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ২৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পৌর এলাকার কোল গয়লা ও গয়লা মহল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার সন্ধ্যার দিকে উভয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বেধে যায় এবং মঙ্গলবার দফায় দফায় এ সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে সংঘর্ষকারীরা বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়। এ সংঘর্ষে একডালা, ধোপাবাড়ি, সুইচগেট, পুনর্বাসন ও নৌকাঘাট মহল্লার অনেকেই এ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বিশেষ করে সোমবার মধ্যরাতের সংঘর্ষ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। প্রভাবশালী দুইগ্রুপের এ সংঘর্ষ থামাতে পুলিশ মোতায়েন ও টহল অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত