ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা, এক জন গ্রেপ্তার

স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা, এক জন গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে স্কুল শিক্ষার্থীকে ৬ ঘণ্টা গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন। জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খা গ্রামের মোস্তফা মিয়ার নবম শ্রেণির শিক্ষার্থী মোহনা আক্তারের ছোট বোন আশামনি (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। মোহনার দাদী তার নাতির চিকিৎসার জন্য তার বাবাকে একটি গরু দেন। এ নিয়ে মোহনার দুঃসম্পের্কর দাদু আব্দুল কাদের মোহনার বাবাকে চোর সাব্যস্ত করে চকিদার পাঠিয়ে হুমকি দেন। গত মঙ্গলবার মোহনা তার বাবাকে দেয়া চোর অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদের উঠানেই তিনি মোহনাকে ধরে শারীরিক নির্যাতন করেন। এছাড়া মেয়েটিকে প্রায় ৬ ঘণ্টা গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ওই দিন বিকেল ৩টার দিকে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মোহনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। পরে মোহনার বাবা মোস্তফা মিয়া বাদী হয়ে আব্দুল কাদেরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলার ২ নম্বর আসামি মায়া বেগমকে পুলিশ গ্রেপ্তার করে। গত বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজত প্রেরণ করে। মোহনা বলে, একই গ্রামের আব্দুল কাদের গত মঙ্গলবার সকাল ৯টার দিক আমাকে রশি দিয় গাছের সাথ বেঁধে রেখে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চষ্টা করে। এছাড়াও আমাকে মারপিট করে হাটু,গলা ও পিঠ জখম করায় এখনো আমি অসুস্থ। ঠিক মতো চলতে পারছি না। রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন বলেন, মেয়েটির বাবা মোস্তফা মিয়া মঙ্গলবার রাতে বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন এবং একই রাতে পুলিশ মামলার ২ নম্বর আসামি মায়া বেগম নামের একজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত