রাজবাড়ীর পাংশায় ৯২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল ভোরে পাংশা থানার নারায়ণপুর এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।