কক্সবাজারের চকরিয়ায় তামাক চুল্লিতে আগুন দেয়ার সময় বন্যহাতির আক্রমণের শিকার হয়ে জান্নাত আরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাত আরা ওই এলাকার ফজল করিমের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, সেহরীর সময় বাড়ির অদূরে তামাক পাতা শোধনের চুল্লিতে কাজ করছিলেন জান্নাত আরা বেগম।
এ সময় পেছনদিক থেকে একটি বন্যহাতি অতর্কিতভাবে এসে প্রথমে জান্নাত আরাকে শুঁড় দিয়ে আক্রমণ করে। পরে ওই নারীকে শোড় দিয়ে তুলে মাটিতে আছাড় দেয়ার পর পা দিয়ে পিষ্ট করে।
তারপর মৃত্যু নিশ্চিত করে চলে যায় হাতিটি। খবর পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কক্সবাজার উত্তর বনবিভাগের অধিন চকরিয়ার ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে বন্যহাতির আক্রমনে এক নারীর মৃত্যুর বিষয়টি স্থানীয় বন বিভাগের লোকজন আমাকে জানিয়েছেন।