দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব ৮ এর সদস্যরা। গত শুক্রবার রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. কালিমুল্লাহ, মো. হাবিবউল্লাহ খোকন ও মো. শাকিল। গত ৪ মার্চ পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও একটি অনলাইন নিউজপোর্টালের সাংবাদিক বিজয় বাইন আহত হন।
এ ঘটনায় ভোলা সদর থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে মামলা দিয়েছেন বিজয় বাইন। র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাবের একটি দল আসামিদের অবস্থান শনাক্ত করে পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে গ্রেপ্তারদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।